মোঃ সোহেল রানা
স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলা এফএম
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার উদ্যোগে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় সিরাজদিখান উপজেলা জামায়াতের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলা সভাপতি খিজির আব্দুস ছালাম এর সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মী সম্মেলনটি সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার শপিং কমপ্লেক্স সংলগ্ন অনুষ্ঠিত হয়।
পরে আগত বিভিন্ন অতিথি ও বক্তার বক্তব্যের মাধ্যমে বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর জননেতা জনাব মাওলানা আ.জ.ম. রুহুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনাব মাওলানা নুরুল হক পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
সাবেক সিরাজদিখান থানা আমির ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জননেতা জনাব আব্দুল আউয়াল জিহাদী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান ও শ্রীনগরের মাটি ও মানুষের নেতা, মুন্সিগঞ্জ-১ সংসদীয় আসনের এমপি পদ প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জননেতা জনাব অধ্যাপক মাওলানা এ.কে.এম. ফখরুদ্দিন রাজি।
বিশেষ বক্তা বলেন আগামী নির্বাচনে এমপি হলে এই এলাকায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে।
এই দুই উপজেলাকে ইকোনমিক জোন হিসাবে গড়ে তোলা হবে।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, জামায়াতে ইসলামী কারো চোখ রাঙানিকে ভয় পায় না। মানুষের মনে জামায়াতকে ক্ষমতায় দেখার যে গণজোয়ার এসেছে, তা বাস্তবে রূপান্তর করার মধ্য দিয়ে প্রমাণ করে দেখাতে হবে।
এ সময় জনগণের আবেগের কথার উদ্ধৃতি দিয়ে এক বক্তা বলেন, সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামের বাংলাদেশ।
জামায়াত কর্মীকে প্রত্যেককে একজন সমাজ কর্মী হিসেবে ময়দানে কাজ করার আহ্বান জানান।
প্রত্যেক কর্মীকে নির্বাচনী কাজ স্বতঃস্ফূর্তভাবে করার আহ্বান জানান।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ মজিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, জনাব মাওলানা মোঃ কবির হোসেন।
আরো বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা আমীর জনাব টি.এম. বেলাল হোসেন।
সম্মেলনে আগত সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।