মোঃ সোহেল রানা
স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলা এফএম
মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার নবাগত ওসির (অফিসার্স ইনচার্জ) সাথে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয় আজ।
আজ বুধবার সন্ধ্যার পরে সিরাজদিখান উপজেলার জামায়াতে ইসলামীর আমীর জনাব মাওলানা মোঃ কবির হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল থানায় যায়।
উক্ত থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহেদ আলম মামুন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে থানার শান্তি শৃংখলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের (সিরাজদিখান-শ্রীনগর উপজেলা) জামায়াত মনোনিত এমপি প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জননেতা জনাব মাওলানা একেএম ফখরুদ্দিন রাজি, বিশেষ অতিথি মুন্সিগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জনাব মোঃ মজিবর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব মোঃ ওয়াসিম মিয়া, মানবসম্পদ উন্নয়ন সেক্রেটারী জনাব মোঃ মাহফুজুর রহমান, রাজানগর ইউনিয়ন সভাপতি জনাব ইন্জিনিয়ার মোঃ সোহেল রানা, মালখানগর ইউনিয়ন সভাপতি জনাব মাওলানা শেখ মোঃ আব্দুল জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দগণ।