গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল অজ্ঞাতপরিচয় যুবক।
শনিবার (১০ মে) বিকাল ৫টার দিকে পলাশবাড়ী উপজেলা পরিষদ গেট সংলগ্ন বঙ্গবন্ধু মার্কেট ভবনের দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্কুল ড্রেস ও ব্যাগসহ ৫-৭ জন তরুণ হঠাৎ দৌড়ে এসে হাতুড়ি দিয়ে কার্যালয়ের দরজা-জানালা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। পরে কার্যালয়ের চেয়ার-টেবিল নিচে ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয়দের মতে, হামলাকারীদের কাউকেই চেনা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্কুল ড্রেস পরা এক যুবক জানালার লোহার গ্রিল হাতে নিয়ে হেঁটে যাচ্ছে, তার পেছনে আরও দুজন লোহার রড হাতে বের হয়ে আসছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, “বিকালে ছাত্র-জনতার একটি অবস্থান কর্মসূচি চলছিল। এরপর হঠাৎ করে আওয়ামী লীগ অফিসে হামলার খবর পাই। হামলাকারীরা তালা ভেঙে চেয়ার-টেবিল বের করে আগুন দেয়। তবে তাৎক্ষণিকভাবে কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।”
এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের চৌমাথা মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা ব্লকেড ও অবস্থান কর্মসূচি পালন করে।
তবে এ হামলার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন আন্দোলনে অংশ নেওয়া সংগঠনগুলোর নেতারা।
জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক মাসুদ রানা শেখ বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় আমাদের কেউ জড়িত নয়।”
একইভাবে পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের সভাপতি শামীম হোসেন বলেন, “ছাত্র শিবির কর্মীরা কর্মসূচিতে অংশ নিলেও কার্যালয়ে হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।”
পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে।