সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
“এসো ভাই কুমার নদ বাঁচাই” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় কুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য জনসচেতনতা বৈঠক করেছে সালথা-নগরকান্দা সর্বস্তরের জনগণ। শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড় বাজারে এই জনসচেতনতা বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী ও সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, নগরকান্দা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু, গট্টি ইউনিয়ন ৯নং ইউনিট বিএনপির সভাপতি মঈনুদ্দিন মাতুব্বর, বিএনপি নেতা আব্দুর রব, আবু মিয়া, যুবদল নেতা এনায়েত হোসেন, মাহফুজুর রহমান, শাফিকুল ইসলাম, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাইল মাতুব্বর, সদস্য সচিব মামুন চৌধুরী, ছাত্র দল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, মেগা মেগা প্রজেক্টের নামে মেগা হাজার হাজার কোটি টাকার দূর্নীতি হাজার হাজার কোটি টাকা পাচার বাংক লুট। গত ১৫ বছর ধরে দেখে আসতেছি যা আমাদের সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক আমাদের ছাত্র যুবক, ছোট খাট চাকরি করে খেটে খেটে খাওয়ার চেষ্টা করছে তাদের বাড়ি গাড়ি শূন্য করে তাদের পকেট খালি করে শেখ হাসিনা ও তার দোসররা গত ১৫ বছর এই গুলো করেছে। গত ৫ই আগস্টের পর ফ্যাসিবাদীর পরে এত রক্ত ঝরার পরে এত নেতাকর্মী বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুমখুনের পরে এত আত্মাহুতির পরে ছাত্র জনতার আন্দোলন ও আত্মাহুতি পরে যখন আমরা একটি যে সুন্দর নতুন বাংলাদেশের দিকে আগাতে যাচ্ছি তখন ষড়যন্ত্রকারীরা ফ্যাসিবাদের দোসররা অবৈধ কাজ করে গ্রাম বাংলার কৃষকরা আমার নগরকান্দা সালথার সাধারণ জনগণের ক্ষতি করছে। কুমার নদ একটি ঐতিহ্যবাহী নদ। এই নদীর উপর নির্ভর করে বহু হাজার হাজার আমাদের যারা সাধারণ জনগণ। তিনি আরও বলেন, জনাব তারেক রহমান বলেছেন কোনো অন্যায়ের সাথে বিএনপি নাই অসৎ কাজের সাথে বিএনপি নাই যদি কোন বিএনপির নেতা কর্মী এই অসৎ কাজের সাথে থাকে তাকে পুলিশে ধরিয়ে দিবেন। আমি জানি না এই কুমার নদে বালু উত্তোলনের সাথে কারা আছে। পত্রিকায় কিছু কিছু নাম উঠে আসছে। আমি পরিস্কার ভাবে বলতে চাই আমার এই মাটির সন্তান হিসেবে আমার কোন বড় নেতা হতে হবে না। এই মাটির সন্তান হিসেবে আমার যেমন আপনাদের সকলের সমান অধিকার আছে। যারা অবৈধ ভাবে বালু উত্তোলন করছে তারা যে দলের হোক যে কোনো মূল্যে আইনের আওতায় আনতে হবে শাস্তি পেতে হবে।