মাহফুজুল হক পিয়াস, ইবি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, কোটি টাকার মিডিয়া আমাদের ১২ হাজার টাকার মোবাইলের সামনে দাঁড়াতে পারেনি। আমরা একেকটা মানুষ একেকটা মিডিয়া, একেকজন সাংবাদিক।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধীদের আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা যখন রাজনীতিতে নামছি, তখন মোবাইল ফোনই আমাদের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। প্রতিটি মোবাইল এখন একেকটি মিডিয়া। আমি হয়তো দুজন বা দশজনের চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু শত শত মানুষের চোখ ফাঁকি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।
এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “যারা আন্দোলনের সময় আমাদের সঙ্গে ছিলেন, তারাই আমাদের শক্তির উৎস ও অনুপ্রেরণার মূল কারন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন শিক্ষার্থীদের বীরত্ব ও সাহসের নিদর্শন। আন্দোলনের সময় আমাদের অনেক শিক্ষার্থী গ্রেপ্তার ও আহত হয়েছেন। এই আন্দোলন কুষ্টিয়া ও ঝিনাইদহ এলাকায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রভাব ফেলে।”
তিনি আরো বলেন, “আমরা সম্মিলিত প্রচেষ্টায় গণঅভ্যুত্থান সফল করতে পেরেছি। এই গণঅভ্যুত্থানের ইতিহাসে এই প্রতিবাদ ও বিপ্লবের কথা চিরকাল স্মরণীয় থাকবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডল, গোলাম রব্বানী, ইয়াসিরুল কবির সৌরভ এবং অন্যান্য নেতৃবৃন্দ।