সত্যজিৎ দাস:
বাংলাদেশে ক্রমবর্ধমান নৈরাজ্য, লুটপাট, চাঁদাবাজি ও দখল সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সমতা পার্টি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে দলটি এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন; বাংলাদেশ সমতা পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জামাল উদ্দিন রাসেল।
এতে বক্তব্য রাখেন;- হারুনর রশীদ খান,গবেষক কালাম ফয়েজি,শেখ নাসির,ছামিউল আলম রাসু, সামছুদিন রাকিব,দেলোয়ার হোসেন,হারুন রশীদ, আক্তার হোসনে,রহিম চৌধুরী,মোখলেসুর রহমান, লিজা রহমান,মিকা রহমান,সৌরভ হোসেন বেলালসহ কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন,’২০২৪ সালের জুলাই আন্দোলনে বহু ছাত্র-জনতা প্রাণ হারালেও তাদের মূল লক্ষ্য,একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, আজও বাস্তবায়িত হয়নি। বরং দেশে নৈরাজ্য, দখলদারিত্ব,চাঁদাবাজি ও অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। তারা দাবি করেন,রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন,’দেশে চলমান সংকট নিরসনে সেনাবাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে’।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দেশটিতে সুশাসন ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।