তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:
“যদি শেখ হাসিনা এখনো ক্ষমতায় থাকতেন, তাহলে আজ আমাদেরকে কারাগারে থাকতে হতো”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
শনিবার (১৭ মে) ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের চর আরিয়াল খাঁ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে এ জনসভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি।
বাবুল বলেন, “আমি সংসদ সদস্য নির্বাচিত হই বা না হই, আমার দল বিএনপি আগামীতে সরকার গঠন করবে। সরকার গঠন করতে পারলে সদরপুর থেকে চরমানাইর পর্যন্ত সংযোগ স্থাপন করে আড়িয়াল খাঁ নদীর ওপর একটি সেতু নির্মাণ করব। আমরা চাঞ্চল্যের উন্নয়নে কাজ করে যাব।”
জনসভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা।
সভায় আরও বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, চরমানাইর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রশিদ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাঈদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোল্যা মো. জাওয়াদ, চরমানাইর ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. আবুল হোসাইন মিয়া, প্রচার সম্পাদক কামরুল হাসান ফারুকসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বক্তারা বর্তমান সরকারের পদত্যাগ এবং একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।