মারুফ সরকার, প্রতিবেদনঃ
বদলে যাচ্ছে বিএনপির মাঠের চিত্র। আর্বিভাব ঘটছে হাইব্রিডদের। আন্দোলনের মাঠে ছিলেন না, মামলা-হামলা কিংবা নির্যাতনের মুখেও ছিলেন না, ঘরছাড়াও হতে হয়নি। বিগত দিনে ব্যবসা-বাণিজ্য করেছেন, তাল মিলিয়ে চলেছেন আওয়ামীলীগ যুবলীগ শ্রমিকলীগ নেতাকর্মীদের সঙ্গে ।তারাই এখন বিএনপির দাপুটে ‘হর্তাকর্তা’। তাদের সঙ্গে যোগ হয়েছেন নব্য বিএনপি নামধারী অনেকে। যারা কখনোই বিএনপিতে সম্পৃক্ত ছিলেন না, তারাই এখন নানা জায়গায় দখল পর্বে নেতৃত্ব দিচ্ছেন। আবার তারাই এখন তৃণমূলের ত্যাগীদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন।
সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে শ্রমিকলীগে দাপিয়ে বেড়ানো সেই শ্রমিকলীগ নেতা নূর মোর্শেদ নিজের খোলস বদলে এখন বনে যাচ্ছেন শ্রমিকদল নেতা। নূর মোর্শেদ একসময় টঙ্গী সদরঘাটের লাইনের ১০ নম্বর গাড়ির হেলপারি থেকে ড্রাইবারী শিখে বিশ্বরোডে সবুজ মইশাল এর বাড়িতে চাকরি নেন প্রাইভেট ড্রাইভার হিসেবে।
স্বৈরাচার আওয়ামীলীগের আমলে সাবেক শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের ছত্রছায়ায় শ্রমিকলীগের রাজনীতির সাথে জড়িয়ে নিজেকে শ্রমিকলীগের বড় নেতা দাবী করতেন।
সেই নূর মোর্শেদ এখন শ্রমিকদল নেতা বনে যাওয়ায় শ্রমিক ফেডারেশনের নেতা কর্মীদের ভিতরে একটি আতংক বিরাজ করছে।
তৎকালীন শাজাহান খানের খুব ঘনিষ্ঠ ছিলেন নূর মোর্শেদ। তদবির বাণিজ্য করে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। গত ৫ ই আগস্ট এর স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে মুখোশ পাল্টিয়ে রাতারাতি বাড্ডা থানা শ্রমিক দলের আহ্বায়ক বনে যান তিনি ।খোলস পাল্টিয়ে বিএনপি’র শ্রমিক দলের ব্যানারে শুরু হয় তার চাঁদাবাজি ।
বাড্ডা থানার অটো রিকশা গ্যারেজ মালিকরা নূর মোর্শেদের হাতে জিম্মি, এছাড়াও মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ৩ নাম্বার রোডে শেখ রাসেল স্কুলের পাশেই প্লট দখলের অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে ।সেলিমের গ্যারেজ সহ ৫ নাম্বার রোডের পূর্ব পাশে আকবরের পিকআপ এর গ্যারেজে দখলের ও অভিযান রয়েছে তার বিরুদ্ধে ।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকদলের এক নেতা বলেন নূর মোর্শেদ সারাজীবন শ্রমিকলীগের সাথে জড়িত ছিলেন ।গত ৫ আগস্টের পর কিছু হাইব্রিড নেতাদের ছত্রছায়ায় নিজেকে
শ্রমিকদল নেতা বানিয়ে ফেলেছেন যাহা দেখে রীতিমতো হতভাগ শ্রমিকদলের তৃনমূল নেতা-কর্মীরা।
নূর মোর্শেদের বিরুদ্ধে শ্রমিকদলের অন্য এক নেতা বলেন গত ৫ ই আগস্টের পরে মুখোশধারী স্বৈরাচারের দোসর নুর মোর্শেদ দাপটের সাথে শ্রমিকদল কিভাবে বিচরণ করছে তা ক্ষতিয়ে দেখতে হবে এই ধরনের হাইব্রিড নেতা যাতে করে কোনো দলে ভীড় করতে না পারে সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। রাজনৈতিক ব্যানারের ছত্রছায়ায় ,এই সমস্ত ফ্যাসিস্ট কর্মীদেরকে দলীয় ভাবে অন্তর্ভুক্ত না করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তিনি।
এই বিষয়ে নূর মোর্শেদের নাম্বারে একাধিক বার ফোন দিলে ও কোনো সদুত্তর পাওয়া যায় নি।