মোঃ সোহেল রানা
স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলা এফএম
সকাল ৮ টা ৩০ মিনিটে নাস্তা পরবর্তী সময়ে ৯ টায় জেলা জামায়াতের সেক্রেটারি জনাব এ.কে.এম. ফখরুদ্দিন রাজি’র সভাপতিত্বে অনুষ্ঠানটি দারসুল কুরআনের মাধ্যমে শুরু হয়।
দারস পেশ করেন জেলা তারবিয়াত সেক্রেটারী জনাব মাওলানা এ.ক.এম. ইউসুফ।জেলা আমীর জনাব মাওলানা আ.জ.ম রুহুল কুদ্দুস’র উদ্ভোধনী বক্তব্য দিয়ে সদস্য(রুকন) সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করেন।এরপর বিগত সেশন-২০২৪ এর বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, উপস্থিত সদস্যগণের প্রশ্নের উত্তর এবং পরামর্শ প্রদান সম্পন্ন হয়।
জেলা আমীর সদস্যদের সাথে মতবিনিময় করেন।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মুন্সীগঞ্জে ৩ টি সংসদীয় আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থীদের পরিচয় পর্ব ও শুভেচ্ছা বিনিময় করেন।
জেলা আমীরের হেদায়েতী বক্তব্যের মাধ্যমে দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক জনাব এ.বি.এম. ফজলুল করিম।প্রধান অতিথি বলেন, দেশে গণজোয়ার এসেছে। দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। নেতাকর্মীদেরকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহ্বান জানান।
আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জামায়াতে ইসলামীর নায়েবে আমির জনাব মোঃ নুরুল হক পাটোয়ারী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব মোঃ খিজির আব্দুস সালাম, সেক্রেটারী জনাব মোঃ মজিবর রহমানসহ জেলা শুরা, জেলা কর্মপরিষদ সদস্য, সাংগঠনিক ৯ টি থানার আমীর ও সেক্রেটারি এবং জেলার বিভিন্ন স্থানের দায়িত্বরত সম্মানিত (রুকন) সদস্যগণ।