রাজশাহী প্রতিনিধি :
আওয়ামীলীগ ও ছাত্রলীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বিরালদহ বাজার থেকে বানেশ্বর ইউনিয়ন বিএনপির নির্যাতিত নেতা মিঠুন মোল্লার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি বানেশ্বর বাজারে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য নেতারা বলেন,আগামীদিনে যদি আওয়ামী সন্ত্রাসীরা পুঠিয়ায় কোন অপকর্ম করার চেষ্টা করে তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। সেই সাথে পলায়নকৃত নেত্রীর কথায় নৈরাজ্যের সৃষ্টি করলে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।
এসময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরকার আল আমিন,পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান সোহেল,ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক, ওয়াসিম মোল্লা ও সুমন পারভেজ প্রমুখ।