মোঃ সায়েদুর রহমান, সটাফ রিপোর্টার
মানিকগঞ্জের শিবালয় রাস্ট্র মেরামতে ৩১ দফা প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনায় দোয়া চান বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির।
২২ ফেব্রুয়ারী শনিবার বিকেলে উপজেলার উলাইল ইউনিয়ন রুপসা অহেদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনসাধারণের কাছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার জেষ্ঠ পুত্র তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যে, রোগমুক্তি কামনায় দোয়া ও রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ।
১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা প্রচারনা সভা ও শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসএ জিন্নাহ কবির বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি হলো ভালো মানুষের দল। এই দলে সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি করতে হলে মানুষের সঙ্গে সংযোগ রাখতে হবে। মানুষ যাকে ভালো না বাসবে, তার স্থান বিএনপিতে হবে না।
সুতরাং যারা সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।
মানুষের জন্য কাজ করুন। মানুষকে ভালোবাসুন। মানুষের ভালেবাসা অর্জন করতে পারলে তবেই আপনি বিএনপি নেতা হবেন। পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রতিবিপ্লব ঘটাতে চায়। একটি মহল বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।
জিন্নাহ্ আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পুলিশ দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতার বুকের রক্ত ঝরিয়েছে। তারপরও স্বৈরশাসকের শেষ রক্ষা হয়নি। ঐতিহাসিক ৫ আগস্ট সে পালিয়ে গেলো। তার সঙ্গে সঙ্গে তার দোসররা আত্মগোপনে থেকে দেশ বিরাধী বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশ পুনগঠন ও সাধারণ মানুষের সেবা করার সুযোগ দানের আহবান জানান।
এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারুণ্যের প্রতীক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেন।
এসময় উলাইল ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাভলু বেপারী, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদল আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দল সিনিয়র সহ সভাপতি মাসুদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুল্লা নোমানী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালেক মাহমুদ, জেলা যুবদল যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান খান, জেলা যুবদল যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, উপজেলা বিএনপি অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজলা যুবদল আহবায়ক হোসেন আলী, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মোঃ শহীদুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুর রহমান, যুগ্ন আহ্বায়ক আসাদুর রহমান বাদশা, সদস্য হাবিবুর রহমান, শিবালয় ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, উথুলী ইউনিয়ন বিএনপি সভাপতি লুৎফর রহমান সেন্টু, তেওতা ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, শিমুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী আউয়াল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হারুন, আরোয়া ইউনিয়ন বিএনপি সভাপতি খোরশেদ আলম আলো, সাধারণ সম্পাদক মোঃ সুরুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাজেদ মিয়া, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোঃ মোশারফ হোসেন, সদস্য আরিফুল ইসলাম আরিফ, যুব নেতা মতিন মিয়া, যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, রাকিব, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক অয়ন খান, জুয়েলসহ প্রমূখ।
সঞ্চালনায় ছিলেন, উলাইল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল বারী হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ।
আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।