মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার,
বিএনপির চেয়ারপার্সেনের উপদেষ্ঠা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেছেন, দীর্ঘ ১৬ বছর শৈরাচার হাসিনাকে পতনের জন্য আন্দোলন সংগ্রাম, হরতাল করেছে বিএনপি। তারই ফল হিসেবে আজ জুলাইয়ের ছাত্র বৈশম্যের বিপ্লব। তাই সংসদ নির্বাচনের আগে কোনভাবেই স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া যাবে না। আমরা হতে দিবো না।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী/২৫) দুপুরে নীলফামারীর শহীদ মিনার চত্বরে জেলা বিএনপির আয়োজনে এক জনসমাবেশে এসব কথা বলেন তিনি।
সাবেক চীফ হুইপ বলেন, আমরা দিনের ভোট আর রাতে চাই না। মৃত ব্যক্তির ভোট চাই না শেখ হাসিনার তৈরী করা আয়নাঘরও চাই না। আমরা বেগম খালেদা জিয়ার শেখানো লড়াইয়ে বিগত ১৬বছরে পরাজিত হই নাই। পরাজিত হয়েছি পুলিশের বেনজির কাছে, পরাজিত হয়েছি হাসিনার আমলাদের কাছে। তাদেরও ব্যবস্থা নিতে হবে। সেইসাথে পালিয়ে যাওয়া ফেসিস্ট হাসিনাসহ আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনার দাবীও জানান তিনি।
যারা বিগত দিনে মানুষের হাত কেটেছে পা কেটেছে, নির্বাচনে বিএনপিকে নির্বাচনে অংশ গ্রহন করতে দেয় নাই। যারা চুরি করে দিনের ভোট রাতে দিয়েছে সেই এসপি, ডিসিদেরও আইনের আওতায় আনার দাবী জানান এই বিএনপি নেতা।
এসময় জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহুরুল আলম। এছাড়াও সমাবেশে জেলা, উপজেলা পর্যায়ের সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ হাজারো মানুষের উপস্থিত দেখা যায়।
এরআগে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদোয়ানুল হক বাবুর নেতৃত্বে শহরের ডালপট্টি এলাকা থেকে একটি মিছিলসহ অন্যান্য নেতা-কর্মীদের মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে যোগ দেয়।