সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি
পটুয়াখালী বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহম্মদ ইসহাক মিয়া বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে বাউফল থানায় একটি জিডি করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারী) তিনি এ জিডি করেন। (জিডি নং ৮৪০ তারিখ-১৮/২/২৫)জিডিতে মাওলানা মুহম্মদ ইসহাক উল্লেখ করেন, মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের জাহিদ খানের ছেলে সোহাগ খান বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে তাকে সামজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করছে।
জিডিতে তিনি আরও উল্লেখ করেন, সোহাগ খানের বাবা, ভাই ও চাচা ইসমাইল খান তার অপর দুই চাচা হেমায়াতের খান ও শফিকুল ইসলামের নির্মাণাধিন ভবন দখল করে সেখানে ইচ্ছেমত কাজ করার চেষ্টা করে। তাদের এ বিরোধ নিয়ে থানায় অভিযোগ দাখিল করা হলে ওসি উভয় পক্ষকে ডেকে মিমাংসার চষ্টা করেন। কিন্তু ইউনুস খান গংরা সালিস অমান্য করে শফিক খানের নির্মাণাধিন ভবনের পানির মটর, কারেন্টের তার, ৩৬ ব্যাগ সিমেন্ট প্লেনসিটসহ নানা ধরণের মামলামাল চুরি করে নিয়ে যায়।এ ঘটনায় সফিক খান তাদের বিরুদ্ধে থানায় একটি মামলাও করেন। পুলিশ দুইজনকে গ্রেপ্তারও করে।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোহাগ খান ১৭ ফেব্রæয়ারী কয়েকটি ফেসবুক আইডি থেকে বিভ্রান্তকর পোস্ট দেয়।
ওই পোস্টে উল্লেখ করা হয়, উপজেলা জামায়াতের আমির তার কর্মী দিয়ে নির্মাণাধিন ভবনের মালামাল নিয়ে যায়। অপর একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দেয়া হয় সফিক খান সুবাধে জামায়াতের আমির ইসাহাক মাওলানার দুই দিন আগে আমার বাবাকে মিথ্যা মামলা ধরে নিয়ে কোটে চালান করে। এ বিষয়ে বাউফল উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ ইসাহাক মিয়া ছেলে বাংলাদেশ হাইকোর্টের সহকারী অ্যাটর্নী জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, উল্লেখ কোন ঘটনার সাথেই আমার বাবার সংশ্লিষ্টতা নেই। তাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে সোহাগ খান বিদেশে বসে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। শিগ্রই সোহাগ খানের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশের অ্যাম্বাসিতে অভিযোগ দায়ের করা হবে।
—