সিলেট নগরীর মেজর টিলা বাজারে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে।
সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহম্মদ সজিব খান।
কী কারণে সংঘর্ষ?
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী এবং যুবদল কর্মী কবীরের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং শেষ পর্যন্ত তা সংঘর্ষে রূপ নেয়।
পুলিশের ভূমিকা
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহপরান থানার ওসি (তদন্ত) রসুল সামদানী আজাদ আপেল জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে এবং বুধবার বিষয়টি মীমাংসা করার আশ্বাস দিয়েছে তারা।
বর্তমান পরিস্থিতি
সংঘর্ষের পর থেকে মেজর টিলা বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এ নিয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।