মারুফ সরকার, প্রতিবেদক :
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে ছয়টি সংস্কার কমিশনের ঐক্যমত্য বৈঠকের প্রতিক্রিয়ায় বলেন, সকল রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, টেকসই প্রস্তাবনা, জাতীয় সমস্যা সমাধানে সকলের আন্তরিকতা জাতিকে আশান্বিত করেছে।
কিন্তু সবকিছুর মূল যে লক্ষ্য বিন্দু, তাহলো সংস্কার। সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন তথা দৃশ্যায়ন। এক কথায় দেশবাসী সংস্কারগুলো দ্রুত দৃশ্যমান দেখতে চায়। এক্ষেত্রে ট্যানিকেল পলিসি ইত্যাদি বলে কালক্ষেপণের কোন সুযোগ নেই।
নেতৃদ্বয় আরো বলেন, যৌক্তিক সময়ের পর অন্তর্বর্তীকালীন সরকারকে আর সময় দিবে না জনগণ। জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সকল নির্বাচন সমাপ্ত করারও জোর দাবী জানান তারা। কারণ জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচন করলে আইন-শৃঙ্খলায় বাধা সৃষ্টির জন্য স্থানীয় একটি নব্য ফ্যাসিবাদী গোষ্ঠীর জন্ম হবে। তাই স্থানীয় নির্বাচন আগে তারপর জাতীয় নির্বাচন।