ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ উপলক্ষে তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ প্রতিকৃতিতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন—ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম এবং অধ্যাপক মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে দোষীদের দ্রুত চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতারা বলেন, চারুকলার অভ্যন্তরে প্রতিকৃতিতে আগুন দেওয়া নিছক কোনো দুর্ঘটনা নয়, এটি পূর্বপরিকল্পিত নাশকতা। তাঁরা অভিযোগ করেন, এই ঘটনায় ফ্যাসিবাদী স্বৈরশাসকদের দোসর কিংবা তাদের ছায়ায় লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীদের হাত থাকার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, আজ ভোরে চারুকলা প্রাঙ্গণে আগুনে সম্পূর্ণ পুড়ে যায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফটি এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয় ‘শান্তির পায়রা’ মোটিফ। পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার জন্য এসব প্রতিকৃতি প্রস্তুত করা হয়েছিল।
সাদা দলের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের গুরুত্বপূর্ণ শিল্পসামগ্রী রক্ষায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাঁরা প্রশ্ন তোলেন, ক্যাম্পাসে এত বড় একটি প্রতিকৃতিতে আগুন লাগলেও কীভাবে তা কোনো নজরে এল না?
তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও দাবি জানান।