ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশের জনগণ তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে।”
আজ মঙ্গলবার বিকেলে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
তারেক রহমান অভিযোগ করেন, “বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত তিস্তা নদীর উজানে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করছে। বর্ষায় আকস্মিকভাবে পানি ছেড়ে দেওয়া হয়, যা বন্যার সৃষ্টি করে। অন্যদিকে, শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষি ও পরিবেশ হুমকির মুখে পড়ে।”
তিনি আরও বলেন, “পানি কোনো দয়ার বিষয় নয়, এটি আমাদের অধিকার। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে উত্তরাঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নের ব্যবস্থা করবে।”
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার
তারেক রহমান বলেন, “তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরাঞ্চলের মরুকরণ ঠেকানো যাবে না। এজন্য প্রয়োজন জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ। বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।”
তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা একসঙ্গে বলব—‘জাগো বাহে তিস্তা বাঁচাও’, ঠিক যেমনভাবে বলব—‘জাগো বাহে বাংলাদেশ বাঁচাও’। জনগণের শক্তিতেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।”
#bangla fm সংবাদ ডেস্ক)