লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, ষড়যন্ত্র করে বাংলাদেশের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে।
সোমবার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বর্তমানে দেশে অস্থিরতা বিরাজ করছে, কিন্তু জনগণ স্থিতিশীলতা চায়। তিনি উল্লেখ করেন, “কেউ চায় না আগের অস্থিতিশীল অবস্থা ফিরে আসুক। সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে প্রত্যাশার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা হয়েছিল, তা আজও বাস্তবায়িত হয়নি। “অনেক প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, ১৬ বছর রাজনৈতিক দলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন, জুলাই অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। তাদের ত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না,” বলেন তিনি।
তারেক রহমান গণমাধ্যমকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, “সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরতে হবে। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। সাংবাদিকদের উচিত সত্য তথ্য প্রকাশ করা।”
ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি মিডিয়া সেলের সদস্য, সাংবাদিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।