ঢাকা, ৩ মার্চ ২০২৫: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে একটি স্বৈরাচার গোষ্ঠী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি সকল ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।
সোমবার বিকেলে রাজধানীর বনানী ডিআইটি মাঠে থানা বিএনপির কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, “আমরা জানি, বাংলাদেশে একটি স্বৈরাচারী গোষ্ঠী দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এবং তারা বিদেশি প্রভুদের সহায়তায় এই কাজ করছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। আমাদের নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সাধারণ মানুষের মতামত ও ভাষা বুঝে কাজ করতে হবে।”
আমিনুল হক বিএনপির প্রতি তার শ্রদ্ধা ও আস্থা ব্যক্ত করে বলেন, “বিএনপি একটি সুশৃঙ্খল ও জনবান্ধন দল। আমাদের দলের প্রত্যেক নেতা ও কর্মী অত্যন্ত সাহসী, সুশৃঙ্খল এবং দায়বদ্ধতার সঙ্গে কাজ করে। তবে, যদি দলের কেউ চাঁদাবাজি, দখলদারি বা বিশৃঙ্খলার সাথে জড়িত হন, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”
তিনি বলেন, বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে এবং আগামী নির্বাচনে জনগণের পাশে থাকতে হবে, যাতে এই ষড়যন্ত্রকারীদের রুখে দেয়া সম্ভব হয়।