জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেছেন, টেলিভিশনের টকশোগুলোতে তাকে যেন কম ডাকা হয়, সেই জন্য নাকি কিছু প্রডিউসারের ওপর ‘রাজনৈতিক চাপ’ দেওয়া হচ্ছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে তিনি এই অভিযোগ করেন।
সারোয়ার তুষার লেখেন, “এ বিষয়টা এড়িয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু চুপ থেকে আর পারছি না। গত এক সপ্তাহে তিনজন আলাদা প্রডিউসার আমাকে জানালেন, তাদের ওপর নাকি বিশেষ রাজনৈতিক চাপ রয়েছে—যাতে আমাকে টকশোতে কম জায়গা দেওয়া হয়। তারা নাকি চেষ্টা করছেন আমাকে রাখার, কিন্তু চাপটা নাকি বেশ প্রবল।”
তিনি আরও বলেন, “আমি কখনোই বলিনি যে, টকশোতেই আমাকে থাকতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এই ‘রাজনৈতিক চাপ’ জিনিসটা কী? কে বা কারা এই চাপ দিচ্ছে? কেন আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে? এটা কি মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়?”