অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর :
আমাদের নেতাকর্মীরা খুন ঘুমের শিকার হয়েছে। আমার বাড়িতে, সাবুর বাড়িতে হামলা হয়েছে, তবুও তো আমরা নেতা কর্মীদের ছেড়ে পালিয়ে যাইনি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বৃহস্পতিবার সকালে লিল্লা মসজিদ মাঠে আয়োজিত লক্ষীপুর পৌর বিএনপির সম্মেলনে উদ্বোধক এর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন-‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্ট এর পর যখন তিনি মনে করলেন রাজনীতিতে এবং রাজনীতিবিদদের মধ্যে একটা গুণগত পরিবর্তন প্রয়োজন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা দরকার, আগামী নির্বাচন ও আগামীর দেশ গড়ার চ্যালেঞ্জ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, আমাদের সবার ঐকমত্য প্রয়োজন। সেজন্য তিনি বিএনপিকে সুসংঘটিত করার কথা বলেছেন।’
লক্ষীপুর পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, হারুনুর রশিদ ভিপি হারুন, শাহাবুদ্দিন সাবু এডভোকেট হাছিবুর রহমান হাছিব।এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।