বিচারিক প্রক্রিয়ায় শেখ হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে দাবি করে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, কিছু অপশক্তি নির্বাচনকে জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার এবং সংস্কারের মুখোমুখি করতে চায়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগে নারী সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
নতুন রাজনৈতিক দল দিয়ে আশাবাদ ব্যক্ত করে সামান্তা শারমিন বলেন, জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ এবং তাদের বিশেষ অবদান আমরা ভুলে যেতে পারি না। সামনে যে নতুন রাজনৈতিক দলগুলো আসবে সেখানে আশাকরি নারীদের অংশগ্রহণ আমরা দেখতে পাবো।
শুধুমাত্র আহাজারি করার জন্য নারীরা এখানে বসিনি উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র বলেন, সব পেশার নারীদের মাঠ দখল রাখার আহ্বান জানাচ্ছি। আমাদের পুরুষরা কোনো ভুল করলে সেই ভুল শুধরে দেয়ার দায়িত্বও নারীদের।