মানিকগঞ্জ জেলা আ. লীগ সভাপতি গোলাম মহীউদ্দিন কারাগারে
উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে যেতে হলো মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনকে।
সোমবার (৭ এপ্রিল) মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। তবে, জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুই মাসের আগাম জামিন শেষে আত্মসমর্পণ
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আ ফ ম নুরতাজ আলম বাহার সাংবাদিকদের জানান, গোলাম মহীউদ্দিন আগে থেকেই উচ্চ আদালত থেকে দুই মাসের আগাম জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তিনি আত্মসমর্পণ করেন। তবে বিচারক তার জামিন আবেদন গ্রহণ না করে তাকে কারাগারে পাঠান।
নাশকতা ও হামলার অভিযোগ
রাষ্ট্রপক্ষের অভিযোগ, গোলাম মহীউদ্দিনের পরিকল্পনায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থী ও জনতার উপর হামলা চালায়। এছাড়াও, তার নেতৃত্বে জেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
পিপি আরও বলেন, গত জুলাই-আগস্টে মানিকগঞ্জে যে সহিংস ও বর্বরোচিত হামলা সংঘটিত হয়, তার পেছনেও গোলাম মহীউদ্দিনের পরিকল্পনা ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।