বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আপোষ করলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ‘জাসাস’ এর আয়োজনে মানববন্ধনে এসব বলেন তিনি।
তিনি বলেন , স্বৈরাচার সরকার ছাত্রজনতাকে হত্যা করে পালিয়ে গিয়েছিলো, এখন আমাদের গণতন্ত্র নিশ্চিত করতে হবে। কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা বলেছেন তিনি।
তিনি আরও বলেন, দেশের শিল্পী সমাজকে দেশ গঠনে সঠিক ভূমিকা রাখার আহবান জানিয়েছেন সেলিমা রহমান।