জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল মঙ্গলবার, ৪ মার্চ, সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবে। এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
শ্রদ্ধা নিবেদনের পর, সকাল ১০টায় রায়েরবাজারে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করার কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এ দুটি কর্মসূচিতে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় নেতারা।
এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।