আওয়ামী লীগ ও বিএনপির মার্কাতেই ভেজাল ও ধোঁকাবাজি রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহম্মাদ ফয়জুল করীম। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইসলামী যুব আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ফয়জুল করীম বলেন, “আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, তারা একই মুদ্রার এপিঠ–ওপিঠ।” তিনি দাবি করেন, বিএনপি এখন আওয়ামী লীগের বাকশালের দিকেই যাচ্ছে।
রাজনৈতিক প্রতীকের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগের নৌকা, বিএনপির ধানের শীষ—সব মার্কাতেই ধোঁকাবাজি আছে। যাদের নৌকা, তারা নৌকা চালাতে জানে না। যাদের ধানের শীষ, তারা ধান কাটতে জানে না। যারা লাঙ্গল নেয়, তারা লাঙ্গল চালাতে জানে না। এসব মার্কা গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে তারা কেউ গরিব নয়।”
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার ভাষায়, “শুধু হাত বদল হয়েছে, চাঁদা বদল হয়নি।”
নিজ দলের প্রতীক হাত পাখার প্রসঙ্গে তিনি বলেন, “হাত পাখা এমন একটি প্রতীক, যা সবারই প্রয়োজন। ছোট-বড়, ধনী-গরিব, নারী-পুরুষ—সবাই এটি চালাতে পারে। এটি সার্বজনীন মার্কা।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ জুবায়ের হোসাইন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী। এছাড়া জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মাদ দ্বীন ইসলাম এবং স্থানীয় আসনের এমপি প্রার্থীরা উপস্থিত ছিলেন।