বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ হঠাৎ করে দুই-একটা মিছিল বের করে— এটা আমাদের (রাজনীতিবিদ) দোষে। তিনি বলেন, তাদের ভরণপোষণ আমাদের (রাজনীতিবিদরা) লোকজনই করছে, আর এজন্য তারা মিছিল করার সাহস পায়।
শনিবার (২২ মার্চ) রাজধানীর আসাদগেটে ফ্যামিলি ওয়ার্ল্ডের মিলনায়তনে ঢাকায় সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আওয়ামী লীগের যখন পতন হয় তখন তারা হওয়া হয়ে যায়। ৭৫ সালের ১৫ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ছিল। তবে, শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর আওয়ামী লীগ কোথায় গিয়ে হারিয়ে গিয়েছিল, কেউ খুঁজে পায়নি।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ জন্মগতভাবে ফ্যাসিস্ট। মওলানা ভাসানী এই দলটি তৈরি করেছিলেন, কিন্তু তিনি দলে থাকতে পারেননি। তাঁর দলটি ন্যাশনাল আওয়ামী পার্টি হয়ে গেলো, তখনো আওয়ামী লীগ তাঁকে হেনস্থা করেছিল।”
টুকু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, “গতকাল (শুক্রবার) সারা ঢাকা শহরে একটি রিউমার ছড়িয়েছিল, এর মানে হলো দেশে স্থিতিশীলতা নেই। কিন্তু এ সরকার কিছু ভালো কাজ করেছে, যেমন বাজারের দামের বিষয়েও অবস্থা আগের চেয়ে ভালো।”
তিনি আরও বলেন, “ড. ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। তাকে অসম্মান করাটা ঠিক হবে না, তাকে সুযোগ দেওয়া উচিত, যেন তিনি দ্রুত নির্বাচন দেন।”
এছাড়াও, ইকবাল হাসান মাহমুদ টুকু তার এলাকা সিরাজগঞ্জের উন্নয়ন নিয়ে বলেন, “সিরাজগঞ্জবাসীর উন্নয়নে আমি দলীয়করণ বিবেচনা করিনি, তবে আওয়ামী লীগের কোন মায়া-মমতা নেই, তারা আমাদের উন্নয়নকে অস্বীকার করে।”
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি কাওসার আজম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।