ঢাকা, ৩ মার্চ ২০২৫ – হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ মার্চ) দুপুরে এই তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
তিনি বলেন, “গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে প্রচুর ধুলাবালি থাকায় তিনি অসুস্থ অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে গতকাল তিনি হাসপাতালে ভর্তি হন।”
শায়রুল কবীর খান আরও জানান, “মির্জা ফখরুল ইসলামের দ্রুত সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। এছাড়া, হাসপাতালে গিয়ে কেউ যেন অযথা ভিড় না জমান, সে জন্য অনুরোধ জানানো হয়েছে।”
বর্তমানে বিএনপির মহাসচিব চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন এবং সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন।