দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৩টায় দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের আমির মাও. জালাল আহমেদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমীর ও পটুয়াখালী ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল আহসান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের অধ্যাপক এবিএম সাইফুল্লাহ্, পটুয়াখালী পৌর জামায়াতের আমীর মাও. আবুল বাশার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্যানেল উন্তাজ তালিমুল কোরআন বিভাগ, মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ্ আনসারি, ফেয়ার ইউনাইটেড গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু, দুমকি থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. জাকির হোসেন, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক প্রকৌশলী কামাল হোসেন, দুমকি উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক তরিকুল ইসলাম তারেক, বাংলাদেশ ইসলামী আন্দোলন দুমকি উপজেলা শাখার সেক্রেটারি মাও, মাহবুব হোসেন, গনঅধিকার পরিষদ, দুমকি উপজেলা আহবায়ক মুন্না জহির, সদস্য সচিব মো.নাসির উদ্দিন জুয়েল প্রমূখ।
মো.সুমন মৃধা