মারুফ সরকার, প্রতিবেদক :
ঢাকা মহানগর উত্তর বিএনপির কাফরুল থানার ৪ নং ওয়ার্ড বিএনপি’র ২য় যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃএস এম মনিরুজ্জামান মাহফুজ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে ঢাকা মহানগর উত্তর বি এন পির বিপ্লবী আহ্বায়ক আমিনুল হক ভাইয়ের পক্ষ থেকে এবং কাফরুল থানা বি এন পির ২য় যুগ্ম আহ্বায়ক এবং ৪নং ওয়ার্ড জনতার কাউন্সিলর সাব্বির দেওয়ান জনি ভাইয়ের তত্বাবধানে আমার নিজ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করছি। সাম্য ও ভ্রাতৃত্বের আহবান নিয়ে প্রতিবছর পবিত্র রমজান আমাদের সামনে হাজির হলেও ধনী দরিদ্রের বৈষম্য রয়ে যায়। তাই ইফতার ভাঙার মুহূর্তে সেই বৈষম্য ভাঙার প্রচেষ্টার অংশ হিসেবে এই ধরনের আয়োজন আমি নিজ উদ্যোগে করে থাকি।
বুধবার (১১ মার্চ) ৪নং ওয়ার্ডের পক্ষ থেকে গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণকালে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরো বেশি বেশি ইফতার বিতরণ করতে পারি। আমি প্রতিদিন সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করে থাকি তা ঢাকা মহানগর উত্তর এর বিপ্লবী আহ্বায়ক আমিনুল হক ভাইয়ের পক্ষ থেকে। সম্পূর্ণ টা আমার নিজ অর্থে। বাকি রমজান গুলোতে এভাবে সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হবে।