হাবিবুর রহমান, (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ইফতারের পূর্বে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ আবু সুফিয়ান। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ ও নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক নাজমা বেগম, পরামর্শক আশরাফুল ইসলাম, কেন্দ্র চিকিৎসক আব্দুর রাজ্জাক, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোফাচ্ছিরুল ইসলাম মিলন, হিতৈষী সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন সুমন, মুসা মিয়া, সোহরাব হোসেন সহ আরও অনেকে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গত বছরের ৮নভেম্বর পীরগাছায় প্রথমবারের মতো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র চালু হয়।