ক্রাইম রিপোর্টারঃ
রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়েনর শ্যামপুর শাহাপাড়া গ্রামের বিধবা নারী মোছাঃ আঞ্জুযারা বেগম (৪৭) এর যাতায়ত রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে আপন ভাসুরের ছেলেদের বিরুদ্ধে।এই বিষয়ে রংপুর সদর কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করা হচ্ছে বলে জানান আঞ্জুযারা।
এজাহারের সুত্র থেকে জানার যায়, ১০ ফেব্রুয়ারি ২০০৫ সালের আনুমানিক ১২:০০ ঘটিকার সময় একই গ্রামের মৃত আব্দুল কাদের পুত্র মোঃ মজনু মিয়া (৫০) এর হুকুমে একই গ্রামের মৃত আব্দুল কাদের পুত্র মোঃ রবিউল ইসলাম (৪১) এবং মৃত আব্দুল হালিমের পুত্র মোঃ হাফিজার রহমান ও মোঃ মহুবার রহমান মিলে মৃত চাচার আব্দুল কাদের স্ত্রী আঞ্জুয়ারার রাস্তা বন্ধ করে ঘড় উঠান। তা দেখে রাস্তা বন্ধকরার কারণ জানতে চাইলে মৃত আব্দুল কাদের পুত্র হজরত আলীকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং এলো পাথারি মারতে থাকে। তা দেখে মা আঞ্জুয়ারা এগিয়ে আসলে তাকেও মার ধার করে এবং মজনু মিয়ার স্ত্রী মোছাঃ এলেজা বেগম (৪২) ও মোঃ মহুবার রহমানের স্ত্রী মোছাঃ আরজু বেগম (৩০) তারডান কান থেকে ১৩ হাজার টাকার মূল্যের ১.৫ আনার কানের দুল খুলে নেন। এবং তাদের চিৎকারে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়।
মোছাঃ আঞ্জুযারা বেগম বলেন, আমার বাসা যাতায়ত করার এক মাত্র রাস্তাটি আমার ভাসুরের ছেলেরা বন্ধ করে রেখেছে। কারণ জানতে চাইলে আমার ছেলেকে তারা মারধর করে। আমি আমার ছেলে বাচাতে গেলে তারা আমাকেও মারধার করে এবং আমার ডান কান থেকে ১৩ হাজার টাকা মূলের ১.৫ আনার একটি কানের দুল খুলে নেয়। তিনি আরো বলেন, আমি প্রাণ নাশের হুমকিতে আছি। তারা যখন তখন আমার ও আমার ছেলের বড় ধরণের ক্ষতি করতে পাড়ে।আমি এই ঘটনায় হরিদেবপুর (রংপুর সদর কোতয়ালী) থানায় এজাহার করেছি। আমি পুলিশ সুপার সহ সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবি করছি।
রংপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ অলিভ মাহমুদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আমার আফিসার গিয়ে ঘটনা স্থানে তদন্ত করে এসেছে। আমার এখন পরর্বতী আইনি পদক্ষেপ গ্রহণ।