আর্জেন্টিনা প্রস্তুতি ম্যাচে ১–০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মাঠে নামেননি লিওনেল মেসি; গ্যালারিতে বসে জীবনসঙ্গী আন্তোনেল্লাকে পাশে নিয়ে সহখেলোয়াড়দের খেলা উপভোগ করেছেন তিনি। ম্যাচের একমাত্র গোলটি করেন জিওভানি লো সেলসো, লাওতারো মার্তিনেজের পাস থেকে বাঁ পায়ের শটে।
ভেনেজুয়েলা শুরুতে বড় সুযোগ নষ্ট করে। আলেহান্দ্রো মারকুয়েসের হেড পোস্টের বাইরে চলে যায়। পরের আক্রমণেই গোল পায় আর্জেন্টিনা। প্রথমার্ধে আরও কয়েকবার গোলের সুযোগ তৈরি হলেও ভেনেজুয়েলা গোলকিপার হোসে কন্ত্রেরাসের দুর্দান্ত সেভে স্কোর বাড়াতে পারেনি আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধেও একই চিত্র—আর্জেন্টিনার দখলে খেলা, কিন্তু ফিনিশিং দুর্বল। লাওতারো মার্তিনেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট পোস্টে লাগে। বিপরীতে ভেনেজুয়েলাও পাল্টা আক্রমণে কয়েকবার বিপদ সৃষ্টি করে, তিও কুইনতেরোর শট পোস্টে লেগে ফিরে আসে।
স্কালোনি দ্বিতীয়ার্ধে রদ্রিগো দি পল ও জুলিয়ানো সিমিওনেকে নামিয়ে আক্রমণ বাড়ান, কিন্তু ব্যবধান আর বাড়ানো যায়নি। ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচের জন্য রইল ফিনিশিং ও রক্ষণে কাজ করার বাড়তি হোমওয়ার্ক।
বোকা জুনিয়র্সের কোচ মিগুয়েল অ্যাঞ্জেল রুশোর মৃত্যুতে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। আগামী মঙ্গলবার ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।