হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা প্রায় ৪০ জন যাত্রীর মধ্যে অন্তত ৩০ থেকে ৩৫ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
পুলিশ জানায়, বাসটি উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।