মারুফ সরকার, প্রতিবেদক :
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা। তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালোবাসা!
রক্তের বিনিময়ে কেনা বর্ণমালার জন্য যারা শহীদ হয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাঁদের শ্রদ্ধার সাথে ফুলেল শুভেচ্ছায় স্মরণ করেছে সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরির নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটি। সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান আদনান, কোষাধ্যক্ষ রাজেশ রঞ্জন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদ রাজ ও নারী কল্যাণ সম্পাদক সাবরিনা চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী বলেন, ৫২ তে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ আমাদের নতুন একটি ভাষা উপহার দিয়েছে। রক্তের বিনিময়ে কেনা আমাদের প্রতিটি বর্ণমালা। তাই বাংলা ভাষার মান সমুন্নত রাখতে সকলের আরো বেশি সচেষ্ট হওয়া উচিত। প্রেজেন্টারদের সংগঠন হিসেবে আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে বাংলা বর্ণমালার সঠিক উচ্চারণ এবং প্রমিত বাংলা ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করতে আমরা কাজ করে যাচ্ছি।