মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহিদদের স্মরণে,মানবতার শ্রেষ্ঠ দান, স্বেচ্ছায় করি রক্তদান, এই স্লোগান নিয়ে ১০০ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি-এ আয়োজন করেছে মানবতার মানুষ ফাউন্ডেশন বেনাপোল। সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্তএ ক্যাম্প চলবে।
রোববার ২৩ ফেব্রুয়ারি সকালে বেনাপোল হীরা সুপার মার্কেটের সামনে স্বেচ্ছাসেবী ও রক্তদান সংগঠন নিয়ে শুরু হলো এ কর্মসূচিতে। মানবতার মানুষ ফাউন্ডেশনের বেনাপোল। মানবতার শ্রেষ্ঠ দান, স্বেচ্ছায় করি রক্তদান, রক্তের প্রয়োজনে এই সংগঠন।#
রক্ত পরীক্ষা করতে আসা, মোঃ খলিলুর রহমান বলেন খুব ভালো লাগছে রক্ত পরীক্ষা করা। কারণ বিপদ-আপদে রক্ত পরীক্ষা করা প্রতিটি মানুষের একান্ত প্রয়োজন।