মারুফ সরকার, প্রতিবেদক :
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে জুলাই ২৪ এর অভূথ্যান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ভাষার জন্য লড়াই করা জাতি হিন্দুয়ানী ও পশ্চিমা অপসংস্কৃতিতে বুদ হয়ে আছে। একুশে ফেব্রুয়ারীর এই দিনে শহীদ মিনারে ফুলের মহড়া না দিয়ে শপথ নিতে হবে মায়ের ভাষার পরিপূর্ণ সম্মান রক্ষার। তরুণ-জুবা সকলে ঐক্যবদ্ধ হয়ে মাতৃভাষার বিকৃতি প্রতিহত করতে হবে। বিজাতীয়, ভীনদেশী সকল প্রভাব থেকে মাতৃভাষাকে নিরাপদ রাখতে হবে।
আজ ২১ ফেব্রুয়ারী’২৫ শুক্রবার সকাল ১০ টায় ঐতিহাসিক চরমোনাই’র ফাল্গুন মাহফিল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারীদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
নগর উত্তর সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি ইন্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেন, মুফতি মাছউদুর রহমান, মুফতি নিজামুদ্দীন, ডাক্তার মুজিবুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আলহাজ্ব আমিনুল হক তালুকদার, ইন্জিনিয়ার মুহাম্মাদ গিয়াস উদ্দিন পরশ, মুফতি আরমান হোসাইন, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।
তিনি আরো বলেন, জুলাই ২৪ এর অভূথ্যান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কারে যারাই বাঁধা দেয়ার চেষ্টা করবে, তারাই জাতির কাছে ঘৃণিত হয়ে থাকবে।