মোঃ রেজাউল হক শাকিল,
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
গতকাল ১৩ অক্টোবর (সোমবার) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত প্রতিরোধ বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।
র্যালিটি ব্রাহ্মণপাড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিস রাগিব হাসান, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা আব্দুল হালিম, হারুন মেম্বারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ