মো: আরিফ ইসলাম বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মোহনপুর ও সুজালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দাসপাড়ার হরিবাসর মন্দির প্রাঙ্গণ ও জগদল বাজারে পৃথকভাবে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর-১
আসনের বীরগঞ্জ-কাহারোল থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ জাকির হোসেন
ধলু। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান
পালন করে আসছে। দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি জাতীয় উৎসব। সাম্প্রদায়িক
সম্প্রীতি রক্ষায় আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো। আসন্ন দুর্গোৎসবে আপনাদের
সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করবো।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও যুবদলের ১নং সদস্য মোঃ আক্কাস আলী,বীরগঞ্জ
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুজন আলী, উপজেলা বিএনপির সদস্য মোঃ আমিনুল
ইসলাম,উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মানিক, ৫নং ইউনিয়ন বিএনপির সভাপতি
মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য দলের সদস্য সচিব মোঃ মাহাবুর রহমান সজিব,পৌর শাখা
মৎস্যজীবী দলের আহ্বায়ক রাজু তারেক পরিষদ উপজেলা আহ্বায়ক সোহরাওয়ার্দী হোসেন নয়ন ।
পূজা কমিটির সভাপতি সৈকত সরকার সভায় বলেন, আমরা আশা করি এ বছরও শান্তিপূর্ণ পরিবেশে
শারদীয় দুর্গোৎসব পালন করতে পারবো।দাসপাড়ার সভায় সভাপতিত্ব করেন ১০নং মোহনপুর ইউনিয়নের
৯নং ওয়ার্ড ইউপি সদস্য, মোঃ ফেরদৌস আলী এবং জগদল বাজারের সভায় সভাপতিত্ব করেন নোমশ রায়।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বীরগঞ্জ উপজেলা শাখা ও অঙ্গ-সহযোগী
সংগঠনসমূহ।