নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে ঢালিউডের আলো থেকে দূরে। অনেক আগেই অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন এই গুণী অভিনেত্রী। তবে সময় গড়ালেও তার জনপ্রিয়তা একটুও ম্লান হয়নি। এখনও ভক্তরা আগ্রহ নিয়ে তার সিনেমা খোঁজেন, অপেক্ষায় থাকেন প্রিয় নায়িকার নতুন ছবির জন্য। সেই চাহিদা থেকেই শাবনূর আবারও ফিরেছিলেন ক্যামেরার সামনে, ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে।
২০২৩ সালের এপ্রিল মাসে শুরু হয় ‘রঙ্গনা’র শুটিং। মে মাসে অর্ধেক কাজ শেষ করে আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর। এরপর কেটে গেছে ১৪ মাসের বেশি সময়। সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং হওয়ার কথা ছিল গত বছরের আগস্টে, কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সে সময় দেশে ফিরতে পারেননি তিনি।
অস্ট্রেলিয়া থেকেই শাবনূর জানান, “শুটিংয়ের উপযুক্ত পরিবেশ নেই দেশে। পরিস্থিতি স্বাভাবিক হলে শিডিউল দেব।”
তবে এরপর আর শুটিং হয়নি। নির্মাতা আরাফাত জানান, সম্মানীর বিষয় নিয়ে কিছু সমস্যা হয়েছে। শাবনূরের পক্ষ থেকে দাবি করা হয়, নির্মাতা তার সঙ্গে করা চুক্তি অনুযায়ী কথা রাখেননি। এতে জল্পনা ছড়িয়ে পড়ে যে, শাবনূর সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন।
তবে এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে শাবনূর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে আশ্বস্ত করেন তার ভক্তদের—তিনি ‘রঙ্গনা’তে কাজ করছেন এবং শিগগিরই আবারও শুটিংয়ে ফিরবেন।
নির্মাতা আরাফাত বলেন, “অনেকে বলছেন ‘রঙ্গনা’র কাজ নাকি থেমে গেছে, এটা একেবারেই সত্য নয়। আমরা শাবনূর আপার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরেই দ্বিতীয় ধাপের শুটিং শুরু করবো।”
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাবনূর নিজেও শুটিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন। সব ঠিক থাকলে হয়তো ভক্তরা আগামী বছরই দেখতে পাবেন প্রিয় নায়িকাকে নতুন রূপে, ‘রঙ্গনা’র পর্দায়।