অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর সংশোধনাগারে ছিলেন সংগীতশিল্পী মইনুল আহসান নোবেল। মামলার বাদী সেই তরুণীকেই আদালতের নির্দেশে কারাগারের ফটকে বিয়ে করলেন তিনি। তবে এটিই নোবেলের প্রথম বিয়ে নয়; এর আগে তিনি সালসাবেল মেহমুদকে বিয়ে করেছিলেন।
নোবেল বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে একাধিক মামলা ও বিতর্কিত কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে। সর্বশেষ ঘটনায় গত ২০ মে তাকে গ্রেফতার করে ঢাকার ডেমরা থানা পুলিশ। গ্রেফতারের পর তিনি দাবি করেন, অভিযোগকারী তরুণীই তাঁর স্ত্রী। কিন্তু আদালতে কোনো বৈবাহিক নথি উপস্থাপন করতে না পারায় আদালতের নির্দেশেই সংশোধনাগারের ফটকে তাদের বিয়ে সম্পন্ন হয়।
নোবেলের সাবেক স্ত্রী সালসাবেল মেহমুদ সম্প্রতি এক লাইভে বলেন,“হ্যাঁ, বিয়ে করতে পারি। কিন্তু পাত্রকে আমার মা–বাবার সঙ্গে কথা বলতে হবে।” তিনি নোবেলের সাম্প্রতিক বিয়েকে পরোক্ষভাবে হাস্যকর বলে আখ্যায়িত করে লিখেছেন,“এক ব্যক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে— খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!”
প্রসঙ্গত, নোবেলের বাড়ি গোপালগঞ্জে। সালসাবেলের দাবি, তাঁদের বিচ্ছেদ এখনো সম্পন্ন হয়নি, এমনকি আইনি প্রক্রিয়াও শেষ হয়নি। তাই প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতিতে নোবেল কীভাবে নতুন করে বিয়ে করলেন?
নোবেল বিগত কয়েক বছর ধরে বিভিন্ন বিতর্কে জড়িয়ে আছেন। এর মধ্যে রয়েছে— প্রতারণা ও মাদক সংক্রান্ত অভিযোগ, বিয়ের প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ।
সাম্প্রতিক অতীতে তিনি নেশামুক্তি কেন্দ্র থেকেও চিকিৎসা নিয়ে ফিরেছেন। কিন্তু পরে আবার নতুন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।