কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ভারতের মডেল রুচি গুজ্জার। রেড কার্পেটে হেঁটে নিজের পোশাক ও সাজসজ্জা দিয়ে আলাদা নজর কাড়ার পাশাপাশি তিনি গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি লকেট পরায় আলোচনার ঝড় তুলেছেন।
চলচ্চিত্র উৎসব হলেও কান বরাবরই ফ্যাশনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা তারকারা সেখানে নিজেদের পোশাক-পরিচ্ছদ ও স্টাইল স্টেটমেন্টের মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেন। এই প্রেক্ষাপটে রুচি গুজ্জারের উপস্থিতিও ছিল ব্যতিক্রমধর্মী।
তিনি কানে হাজির হন সোনালি রঙের ঐতিহ্যবাহী লেহেঙ্গা ও মানানসই কুন্দনের গহনায় সজ্জিত হয়ে। মাথায় ছিল লেহেঙ্গার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওড়না। তবে সবকিছুর মধ্যে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে তার গলায় ঝোলানো একটি লকেট, যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেখা যায়।
এই ব্যতিক্রমী উপস্থাপন নিয়ে সামাজিক মাধ্যমে ও উৎসব ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক বার্তার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বিষয়টিকে ফ্যাশনের ভিন্নধর্মী উপস্থাপন হিসেবেও দেখছেন।
যদিও রুচির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই লকেট পরার পেছনের উদ্দেশ্য ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে এই ঘটনার মাধ্যমে তিনি কানের রেড কার্পেটে নিঃসন্দেহে এক ব্যতিক্রমী উপস্থিতি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।