বিনোদন ডেস্ক:
বৈষ্টমীর রকফেস্টে ফিরলেন দেশের রক, হার্ডরক ও থ্রাসমেটালের শক্তিশালী কণ্ঠশিল্পী কে এইচ এন। শুক্রবার পূর্বাচলের আলোচিত রেস্টুরেন্ট ‘সুন্দরী’-তে আয়োজিত ‘মিট দ্য প্রেস’–এর বিশেষ পারফরম্যান্সে দর্শক-শ্রোতাদের যেন দানবীয় গায়কির চরম অভিজ্ঞতা উপহার দেন এই জনপ্রিয় শিল্পী।
গানে গানে মাতিয়ে তোলেন পুরো রেস্টুরেন্ট। পরিবেশিত হয় তার চিরচেনা জনপ্রিয় সব গান—‘সাদাকালো’, ‘মোহিনী’, ‘সুখ’, ‘সিড়ির নিচে পানের দোকান’, ‘সুরঞ্জনা’, ‘শিখা বাঈ’, ‘জিগোলো’ এবং ‘হান্নান মিয়ার রক্ত গরম’।

রকফেস্টে কে এইচ এন-এর উপস্থিতি যেন হয়ে উঠল এক নতুন চাঙ্গা বার্তা—‘রক মরেনি, ফিরে এসেছে।’
উল্লেখ্য, ২০২৪ সালে বৈষ্টমী প্রোডাকশন ‘রকফেস্ট’–এর ঘোষণা দিয়ে দুটি কনসার্ট করলেও, অনিবার্য কারণে পরবর্তী শোগুলো স্থগিত করা হয়েছিল। তবে আবারও উৎসব ফিরে আসছে—এবার আরও বড় আয়োজনে।
প্রযোজনা সংস্থার সিইও আয়শা এরিন জানান, “আগামী ১৯ জুন আমরা আয়োজন করছি নতুন রকফেস্ট। থাকবে চিরকুট, হাইওয়ে, পথিক নবী, আভাস এবং কে এইচ এন–এর মতো জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। আজকে যে আগুন লাগলো, ১৯ জুনে সেটা হবে এক আগ্নেয়গিরি।”
শুক্রের অনুষ্ঠানে কে এইচ এন ছাড়াও উপস্থিত ছিলেন পথিক নবী, মনি জামান, হাইওয়ে ব্যান্ড–এর সদস্যরা। গানে গানে শ্রোতা-দর্শকেরা পেলেন আবারও সেই পুরোনো ‘রকফিউশন’-এর ঝাঁজ।
রকপ্রেমীরা এখন অপেক্ষায়—১৯ জুনের জন্য। কারণ বৈষ্টমীর মঞ্চে এবার একসাথে বাজবে নতুন আর পুরোনোর দুর্দান্ত মিশ্রণ।