বিনোদন ডেস্ক:
প্রেম টেকেনি, বিচ্ছেদেরও পার হয়েছে বহু বছর। তাও এখনও অনেকের প্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর ‘কাপুর’।
২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন এই জুটি। এরপর গভীর বিষণ্নতায় ভুগতে শুরু করেছিলেন দীপিকা, আত্মঘাতী হওয়ার চিন্তার কথাও জানিয়েছিলেন।
প্রায় দুই বছর কোনো কাজে মন দিতে পারেননি। তারপর হতাশা ও বিষণ্নতা থেকে ফিরে বলিউডের বড় পর্দায় উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। থিতু হয়েছেন ব্যক্তিগত জীবনে। পুরোনো তিক্ততা ভুলে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন এখন ভালো বন্ধু।
এদিকে রণবীর কাপুরও বিয়ে করেছেন, বাবা হয়েছেন। আর বাবা হওয়ার পর নিজেকে শুধরেছেনও বটে। ধূমপান ছেড়েছেন। আরও বেশি করে স্বাস্থ্যকর জীবনে আগ্রহী হয়েছেন। পেশাগত জীবন থেকে ছুটি নিয়ে সন্তানের সঙ্গে সময় কাটান তিনি। সময় পেলেই কন্যা রাহার সঙ্গে খেলেন। কন্যাকে নিয়ে ঘুরে বেড়ান।
২০১৮ সালের ১৪ নভেম্বর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের পর রণবীর কাপুর তাদের শুভকামনা জানিয়েছিলেন। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের পঞ্চম সিজনে রণবীর কাপুর অংশ নেন রণবীর সিংয়ের সঙ্গে।
সেখানে বলিউডের পরিচালক ও প্রযোজক করণ জোহর রণবীর কাপুরকে দীপিকার সঙ্গে তার বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। রণবীর কাপুর তখন বলেন, ‘আমরা দুজনই ইতিবাচকভাবে নিজেদের জীবনে এগিয়ে গেছি। আমাদের ভেতর এখন আর অস্বস্তিকর কোনো অনুভূতি অবশিষ্ট নেই। আমরা এখন ভালো বন্ধু।’
রণবীর কাপুরকে করণ জোহর দীপিকা ও রণবীর সিংয়ের সম্পর্ক নিয়েও মন্তব্য করতে বলেন। সেই সময় রণবীর কাপুর বলেছিলেন, ‘আমি চাই, ওদের ঘরজুড়ে সুন্দর সুন্দর বাবু আসুক। ওরা (দীপিকা–রণবীর সিংয়ের সন্তানেরা) আমাকে অভিনেতা হিসেবে পছন্দ করুক। আমি চাই, আমিই (রণবীর সিং নন) যেন ওদের পছন্দের অভিনেতা হই!’
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোন দুয়া পাড়ুকোন সিং নামে কন্যাসন্তানের জন্ম দেন। দীপিকা–রণবীরের কন্যার ছবি এখনো প্রকাশ্যে আসেনি। তবে এই জুটির সন্তানকে নিয়ে করা মন্তব্য ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালের দুনিয়ায়।
নেটিজেনরা এই অত্যন্ত ব্যক্তিগত ও জটিল সম্পর্কের রসায়ন নিয়ে করা প্রশ্নে রণবীর কাপুর যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা খুবই পছন্দ করেছেন। রণবীর কাপুরকে ‘পরিণত মানুষ’ বলে রায় দিয়েছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া