নিজের অভিনয় জীবন ছাড়িয়ে এখন ব্যবসায়ী হিসেবেও এক সফল নাম হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন তার এই রূপান্তরের পেছনের চমকপ্রদ গল্প।
ঘটনাটি আজ থেকে প্রায় আট বছর আগের। একটি স্টার্টআপ প্রসাধনী ব্র্যান্ড শিল্পার কাছে এসেছিল তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার প্রস্তাব নিয়ে। কিন্তু কোম্পানিটির তখনকার আর্থিক অবস্থা ছিল এমনই, তারা তার সম্মানী পর্যন্ত মেটাতে পারছিল না। সেই সময়, সাধারণ পেইড চুক্তি না করে শিল্পা নিজেই কোম্পানিটিকে প্রস্তাব দেন—তিনি পারিশ্রমিকের বদলে প্রতিষ্ঠানের অংশীদার হতে চান।
এই সিদ্ধান্তই বদলে দেয় তার অর্থনৈতিক ভবিষ্যৎ।
২০১৮ সালে তিনি মাত্র ৬.৭ কোটি টাকার বিনিয়োগে পান ১৬ লাখ শেয়ার। এরপর সংস্থাটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বাজারে, এবং সময়ের সঙ্গে বাড়তে থাকে তার মূল্য।
২০২৩ সালে সেই বিনিয়োগের মূল্য দাঁড়ায় ৩৯ কোটিতে। একই বছরে শিল্পা বিক্রি করেন তার ১৩.৯৩ লাখ শেয়ার, যেখান থেকে লাভ করেন প্রায় ৪৫ কোটি ১৩ লাখ রুপি—শুধু এই এক লেনদেনেই।

বর্তমানে, অর্থাৎ ২০২৫ সালের এপ্রিলের হিসাব অনুযায়ী, ওই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ২৩৬ রুপি। এখনও অভিনেত্রীর হাতে রয়েছে ২.৩ লাখ শেয়ার, যার মোট মূল্য দাঁড়ায় প্রায় ৫ কোটি ৪২ লাখ রুপি।
শিল্পার এই দৃষ্টান্ত দেখিয়ে দিল, কেবল বড় পর্দা নয়—সঠিক সময়ে বুদ্ধিমত্তার সঙ্গে নেওয়া সিদ্ধান্ত একজন শিল্পীকে সফল বিনিয়োগকারীও করে তুলতে পারে।