দুই বাংলার রূপালি পর্দায় সমান জনপ্রিয় এক নাম জয়া আহসান। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব আর সৌন্দর্যে মুগ্ধ বাংলার দর্শক। টলিউডের পাশাপাশি বলিউডেও রেখেছেন নিজের ছাপ।
ব্যক্তিগত জীবনেও জয়া কম আলোচনায় নেই। অনেকেই জানতে চান তাঁর জীবনে কি আছে কোনও “স্পেশাল” কেউ? এক সময় বিয়ের বন্ধনে আবদ্ধ ছিলেন বাংলাদেশের খ্যাতিমান মডেল ও অভিনেতা ফয়জল আহসান-এর সঙ্গে। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয়েছিল, আর ১৩ বছর পর, ২০১১ সালে আলাদা হয়ে যান তাঁরা।
তবে এখানেই জয়ার গল্প থেমে যায় না। ডিভোর্সের পরও তিনি নিজের নামের সঙ্গে ‘আহসান’ পদবিই রেখে দিয়েছেন। অনেকেই ভাবেন, কেন রাখলেন প্রাক্তন স্বামীর নাম? জয়া নিজেই জবাবে লেছেন, প্রাক্তনের হলেও, এই নামটা এখন আমার। এটাই আমার পরিচয় হয়ে উঠেছে। অযথা দর্শকদের বিভ্রান্ত করব কেন?
দ্বিতীয় বিয়ের প্রসঙ্গেও জয়া বরাবর স্পষ্ট এখন নিজেকে ঘিরেই তাঁর জীবন, তাঁর কাজই তাঁর ভালোবাসা। জয়া আহসান এখন শুধুই একজন অভিনেত্রী নন, তিনি একজন অনুপ্রেরণা যিনি নিজের মতো করে জীবন বেছে নিয়েছেন, নিজের নামটাকেও নিজের মতো করে ধরে রেখেছেন।