দারুণ সম্ভাবনা নিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেছিলেন তারুণী সচদেব। এক সিনেমাতেই দর্শকমনে গভীর ছাপ ফেলেছিলেন এই প্রতিভাবান শিশুশিল্পী। ২০০৪ সালে মুক্তি পাওয়া মালয়ালম কমেডি-হরর সিনেমা ‘ভেল্লিনাকসাতরাম’-এ পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দক্ষিণ ভারতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। জন্ম মুম্বাইয়ে হলেও, অভিনয়ের জন্য মাত্র কয়েক দিনের মধ্যে মালয়ালম ভাষা আয়ত্ত করে নিয়েছিলেন তারুণী—যা ছিল অনন্য এক দক্ষতার পরিচয়।
এরপর ‘শত্যম’সহ আরও কিছু দক্ষিণী সিনেমায় এবং হিন্দি ভাষায় অমিতাভ বচ্চনের সঙ্গে ‘পা’ সিনেমায় অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। সমালোচকরাও প্রশংসায় ভাসিয়েছিলেন তার অভিনয়। ৫০টিরও বেশি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন তিনি, যার মধ্যে কারিশমা কাপুরের সঙ্গে করা একটি বিজ্ঞাপন বিশেষ জনপ্রিয় হয়েছিল। অল্প বয়সেই তারুণী হয়ে ওঠেন ভারতজুড়ে পরিচিত এক মুখ।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ২০১২ সালের ১৪ মে, নিজের ১৪তম জন্মদিনেই এক মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারান তারুণী। তাঁর সঙ্গে ছিলেন মা গীতা সচদেব, তিনিও একই দুর্ঘটনায় মারা যান। দু’দিন পর, ১৬ মে, তাঁদের মরদেহ মুম্বাইয়ে নিয়ে আসা হয়। তারুণীর অকালমৃত্যু শোকের ছায়া ফেলেছিল পুরো বিনোদন অঙ্গনে। মৃত্যুর পর মুক্তি পায় তাঁর অভিনীত শেষ ছবি ‘ভেটরি সেলভান’, যা ২০১৪ সালের ১৯ জুন প্রেক্ষাগৃহে আসে। সিনেমাটি দেখতে গিয়ে দর্শকরা স্মৃতিময় আবেগে ভেসে গিয়েছিলেন।
তারুণী সচদেবের ঝলমলে ক্যারিয়ার অসমাপ্ত রয়ে গেলেও, তাঁর স্মৃতি আজও অম্লান রয়ে গেছে ভক্তদের হৃদয়ে।