বলিউডে আবারও নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। শুক্রবার (২৩ মে) রাতে তার মৃত্যু হয় বলে জানা গেছে। যদিও পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে ঘনিষ্ঠ বন্ধুদের শোকবার্তায় তার মৃত্যু নিশ্চিত হয়েছে।
অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি শেয়ার করে শোক প্রকাশ করে লিখেছেন, “বিশ্বাসই করতে পারছি না। শান্তিতে বিশ্রাম নাও।” এই বার্তাই প্রথমবারের মতো মুকুল দেবের মৃত্যুর সংবাদ সামনে আনে।
মুকুল ছিলেন বলিউড অভিনেতা রাহুল দেবের ছোট ভাই। দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন ও চলচ্চিত্রে নানা চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। তার অভিনয় যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে ‘মুমকিন’ নামের টেলিভিশন সিরিয়ালে ‘বিজয় পাণ্ডে’ চরিত্রের মাধ্যমে। এরপর ‘এক সে বঢকর এক’ এবং ‘ফেয়ার ফাংশন ইন্ডিয়া’ নামক অনুষ্ঠানে সঞ্চালক হিসেবেও দেখা গেছে তাকে।
সিনেমায় তার অভিষেক ঘটে ‘দাস্তাক’ ছবিতে, যেখানে তিনি এসিপি রোহিত মালহোত্রার ভূমিকায় অভিনয় করেন। এছাড়া তাকে দেখা গেছে সাম্প্রতিক হিন্দি ছবি ‘আন্থ দ্য ইন্ড’-এ।
শুধু অভিনেতাই নন, মুকুল ছিলেন একজন প্রশিক্ষিত পাইলটও। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি থেকে তিনি উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন।
অভিনয় দক্ষতা, বহুমুখী প্রতিভা এবং ব্যক্তিত্ব দিয়ে মুকুল দেব বলিউডে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। তার অকালপ্রয়াণে বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, বন্ধু ও ভক্তরা তার আত্মার শান্তি কামনায় শোক প্রকাশ করে চলেছেন।
মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে তার হঠাৎ চলে যাওয়া বলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন অনেকে।