কারও পারিশ্রমিক ৩–৫ লাখ, কারও আবার ১০–১৫ লাখ। একসময় কারও পারিশ্রমিকের অঙ্কটা ১৫–২০ লাখের ঘরে থাকলেও জনপ্রিয়তার নিরিখে এখন তা কমে এসেছে। আপনাদের সামনে ঢালিউড নায়িকাদের ছবিপ্রতি পারিশ্রমিকের হিসাব তুলে ধরছি।
জয়া আহসান
জয়া আহসান জনপ্রিয়তা পান টেলিভিশন নাটক দিয়ে। ‘ব্যাচেলর’ দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিনয় শুরু। একে একে দেশের কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর ‘আবর্ত’ দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান। জয়া কাজ করেছেন হিন্দি সিনেমাতেও। অভিনয়জীবনের শুরুতে সিনেমায় তাঁর পারিশ্রমিক ছিল ৬ থেকে ১০ লাখ টাকা। জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্কও। প্রযোজক-পরিচালকেরা জানিয়েছেন, দেশের সিনেমায় জয়া ১৫/২০ লাখ টাকা পান। পশ্চিমবঙ্গের সিনেমায় জয়ার পারিশ্রমিক কত, তা জানা যায়নি।
অপু বিশ্বাস
ছোটবেলা থেকে নাচতেন। একসময় নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করেন। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু। শাকিব খানের সঙ্গে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে প্রথম হিট। ৮০টির মতো ছবিতে তিনি শাকিব খানের নায়িকা। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় ১৫–২০ লাখ টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন। এখন তাঁর নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে। তবে বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের প্রচারণায় তিনি ব্যস্ত।
তমা মির্জা
বিনোদন অঙ্গনে শুরুর দিকে নাচতেন তমা মির্জা। দেড় দশক আগে তাঁর চলচ্চিত্রে অভিষেক। প্রথম ‘বলো না তুমি আমার’ ছবিতে পারিশ্রমিক পেয়েছিলেন তিন লাখ টাকা। সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৩ সালে সুপারহিট তকমা পায় তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’। তমা মির্জা এখন ছবিপ্রতি পারিশ্রমিক নিচ্ছেন ১০–১৫ লাখ টাকা।
শবনম বুবলী
উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন শবনম বুবলী। এরপর সংবাদপাঠিকা থেকে চলচ্চিত্রে থিতু হন। ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রের শুরু। পরপর কয়েকটি ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনায় আসেন এই নায়িকা। জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা পারিশ্রমিক পেয়েছিলেন ৫ লাখ টাকা; কয়েক বছর ধরে বুবলী সমানতালে চলচ্চিত্রে কাজ করছেন। ছবিপ্রতি বুবলী পারিশ্রমিক নিচ্ছেন ৬–১০ লাখ টাকা।
বিদ্যা সিনহা মিম
হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের আগে তাঁর পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। সে নাটকে অভিনয়ের জন্য পাঁচ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। প্রথম ছবিতে মিমের পারিশ্রমিক ছিল ৭-১০ লাখ টাকা। ছবিপ্রতি ১৫ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন মিম।
নুসরাত ফারিয়া
বিনোদন অঙ্গনে শুরুর দিকে গানের ভিডিওতে মডেল হন নুসরাত ফারিয়া। এরপর উপস্থাপনা হয়ে মডেলিং। ২০১৫ সালে প্রথম সিনেমা, নাম ‘আশিকী’। এই নায়িকার উল্লেখযোগ্য ছবির তালিকায় আছে ‘বঙ্গবন্ধু’। এক বছরের বেশি সময় ধরে নতুন ছবির খবর সেভাবে পাওয়া যায়নি। ছবি প্রতি তিনি ১০/১৫ লাখ টাকা পারিশ্রমিক চেয়ে থাকেন।
পরীমনি
আলোচিত চিত্রনায়িকা পরীমনির অভিনয়জীবন শুরু নাটক দিয়ে। ১০ বছরের অভিনয়জীবনে তাঁর প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’। এ ছবির জন্য তখন ৩ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। সময়ের সঙ্গে পরীমনির জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে। জনপ্রিয়তার নিরিখে ছবিপ্রতি পরীমনির সম্মানীও বেড়েছে। দেশে তিনি সর্বোচ্চ ২২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’-এ।
পূজা চেরী
নাচে পারদর্শী পূজা ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। নায়িকা হিসেবে প্রথম সিনেমা ‘নূরজাহান’, একে একে অভিনয় করেন ‘দহন’, ‘প্রেম আমার ২’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’ ও ‘লিপস্টিক’ সিনেমায়। পূজা এখন ছবিপ্রতি ১০ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন।
দীঘি
২০০৬ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করতেন। নায়িকা হিসেবে দীঘি তাঁর প্রথম দিককার ছবি ‘তুমি আছো তুমি নেই’–তে পারিশ্রমিক নিয়েছিলেন তিন লাখ টাকা।