সময়টা ২০২০ সালের ১৪ জুন, হঠাৎ করেই খবর এলো প্রয়াত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ।
হত্যা নাকি আত্মহত্যা— সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছিল না গত পাঁচ বছর ধরে। দীর্ঘ তদন্তের পর একাধিক বলিউড তারকার নাম জড়িয়েছিল এই মামলায়। অভিনেতার বোনসহ তার শুভাকাঙ্ক্ষিরা দাবি করে আসছিলেন, সুশান্তকে হত্যা করা হয়েছে। তবে এবার সিবিআইয়ের তদন্তে রহস্য উন্মোচিত হয়েছে। জানা গেছে, এটি হত্যা নয়, আত্মহত্যাই করেছিলেন এই অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২২ মার্চ মুম্বাইয়ের আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সিবিআইয়ের তদন্তে পরিবারের অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায়নি। প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সুশান্ত আত্মহত্যা করেছিলেন।
তদন্ত প্রতিবেদনের জমাদানের সময় আদালতে উপস্থিত ছিলেন না অভিনেতার বোন।
এর আগে, অভিনেতা সোমি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়েছে, তিনি আত্মহত্যা করেননি। তার ময়নাতদন্তের রিপোর্ট বদলে ফেলা হয়েছে এবং এতে সাহায্য করেছেন এমসের ময়নাতদন্ত বিভাগের সভাপতি চিকিৎসক সুধীর গুপ্ত। তিনি নাকি সব কিছু জানেন।